Bangla Quotes on life | Bangla Quotes | Life quotes in Bangla |
বন্ধুরা আপনাদের এই নতুন ব্লগ এ আবার ও স্বাগত জানাচ্ছি। আজ লেখাটা একটু আলাদা, আমরা কিছু চিরন্তন সত্য Bangla quotes নিয়ে এসেছি।। Life quotes in Bangla - এই ব্লগ টা পড়ে হয় তো আপনারা লেখা গুলোর সাথে বাস্তবের সম্পর্ক খুঁজে পাবেন!!
আমরা জীবন কে এক সংগঠিত পথে চানলা করতে চাইলে সব সময় জ্ঞানী মানুষ দের বাণী বা মনীষীদের বাণী গুলো মেনে চলার চেষ্টা করি, কিন্তু আজ এই লেখাতে কোনো মনীষীদের বাণী নেই আছে আমার জীবন দিয়ে উপল্লদ্ধি করা কিছু সত্য কথা!!! যাকে Bangla Quotes on life বলতে পারেন,
এই কথা বা নীতি বাক্য গুলো আমি স্পষ্ট বাংলা তে লিখেছি!! Life quotes in Bangla - সবাই কে নিজের জিবন সম্পর্কে এক নতুন জ্ঞান অর্জন এর সুযোগ দেবে!! বা কিছু নতুন শেখার সুযোগ দেবে।।
Bangla Quotes on life | Bangla Quotes | Life quotes in Bangla
• সবাই চাইবে তুমি উন্নতি করো, কিন্তু তাদের থেকে বেশি উন্নতি করো এটা কেউ চাইবে না!!
• মনের আবেগ সব সময় আপনাকে মূর্খ করে তুলে!! কিন্তু বাস্তবতা বোধ আপনাকে বুদ্ধির সাথে বাঁচতে সেখায়!!
• আজ মন্দিরের ভগবান হেসে বললেন
সব সময় চাইতেই আসিস , কখনো জানতে আসিস না!!
• নিজের হাঁসি আর নিজের কাজের জন্য সাহায্য এ দুটো এমন জিনিস লোকের ওপর ছেড়ে দিলে সারা জীবন আফসোস এ করতে হবে!!
• জীবন চক্রের ফল তো দুজন এই পায়,
যে পরিশ্রম করে কিছু করার চেষ্টা করে।।
আর যে পরিশ্রম না করে পাওয়ার আসা করে!!
• এই সমাজ থেকে কখনো কিছু পাওয়ার আশা করবেন না,
এখানে লোক সাহায্যের থাকে মানুষের দুর্বলতার সুযোগ নেয়।।
• চিন্তা ভাবনার দিক থেকে উদার থাকুন,
কিন্তু ব্যাবহার এ সবসময় সংস্কার রাখুন!!
• সময় অবিরাম চলছে,
জীবন শেষ এর দিকে এগোচ্ছে।।
বন্ধু বেড়েই যাচ্ছে
কিন্তু বন্ধুত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে।।
• ভাগ্যবান সবাই কে হীরাই বানিয়েছেন,
যে নিজেকে যে ভাবে পালিশ করবে, তার দাম তত বাড়বে।।
• যার জীবন এ পাওর সপ্ন আর কিছু হারানোর দুঃখ নেই
সে কখনো দুঃখী হয় না!!
• যদি জীবন এর শিক্ষা পেতে চান,
এক জন সফল ব্যাক্তি কে সব সময় অনুসরণ করুন
কিন্তু একজন হেরে যাওয়া মানুষ কে নিজের গুরু মানুন।।
• নিজেকে কখনো সস্তা করে তুলবে না,
কারণ যাদের নিজের ওপর ভরসা থাকে না
তাদের এই সমাজ সহজেই কিনে নেওয়ার চেষ্টা করে!!
• বুদ্ধিমান লোকের মাথা,
আর মূর্খ লোকের মুখ অবিরাম চলতে থাকে!!
• যে নদী যত গভীর হয় তার প্রভাবের শব্ধ তত কম,
তেমনই যে জ্ঞানী ব্যাক্তি হয়, তার কথার থেকে কাজের দাম বেশি হয়!!
• জীবনে যদি শান্তি পেতে চান , তাহলে লোক আপনার সম্পর্কে কী বলে সেটা ভাবা আগে বন্ধ করুন!!
• নিজের হাঁসির কারণ নিজেই খুঁজে নিন,
নাহলে লোক আপনাকে কাঁদানোর কারণ খুঁজে নেবে!!
• যেই মানুষের সামনে আপনি সব সময় হার মেনে নেন,
সেই মানুষ কখনো আপনাকে সম্মান করবে না!!
• আপনি খুশি হলেই মন সন্তুষ্ট হয়,
আর মন সন্তুষ্ট হলে আপনি খুশি হন,
কিন্তু দুটি খুব আলাদা জিনিস
খুশি আপনার সাথে কিছু সময় এর জন্য থাকে!!
কিন্তু আপনি সন্তুষ্ট থাকলে সারা জীবন খুশি থাকবেন!!
• আপনার মুখের কথাই আপনার জীবন বদলাত পারে,
কারণ সঠিক শব্দ এই জিবন এর মানে দেখায়,
আবার ভুল শব্দ এই জীবন এ বিপদ এনে দিতে পারে!!
• কিছু লোক আপনাকে ভুল বুঝলে আপনি খারাপ ভাবেন না,
কারণ লোকেরা ততটাই বুঝতে পারে যত টা তাদের বোঝার ক্ষমতা থাকে!!
• আজ কাল লোকেরা বুঝে কম, অন্য দের বোঝাই বেশী।।
তাইতো সম্পর্ক ভালো হওয়ার থেকে আরো খারাপ হয়ে যায়।।
• এটাই তো জীবন বন্ধু,
অনেক রং এ পূর্ণ
কখনো কাদায়, কখনো হাসায়।।
যে লাড়াই করবে সে বাঁচবে,
যে হার মেনে নেবে সে তো মারাই যাবে!!
• বিষ।
মরতে হলে একটু পান করাই যতেষ্ট ,
কিন্তু বাঁচতে হলে অনেক টা সহ্য করতে হয় মানুষের কাছ থেকে!!
• কাঁচ।
খুবই দূর্বল হয়,
কিন্তু সত্য দেখাত ভয় পায় না।।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.