বিখ্যাত মনীষীদের বাণী | মনীষীদের বাণী কথা বাংলাতে।।
বাংলার ভূমিতে বা আমাদের দেশ এই ভারত বর্ষে অনেক মনীষী দের জন্ম হোয়েছে।। মনীষীদের কর্ম ও তাদের জ্ঞানের প্রভাব এই ভূমিতে আজ ও বিরাজমান।। আমরা আজ ও তাদের অনুসরণ করে চলি বা না না ভাবে সেই সব বিখ্যাত মণীষীদের বাণী বা মনীষীদের বাণী কথা গুলো মেনে চলার চেষ্টা করি!!
বিখ্যাত মনীষীদের বাণী আজ ও বর্তমান সমাজ এ যেনো এক অমর ছাপ ছেড়ে গেছে।। মনীষীদের উক্তি গুলো না জানা থাকলে আপনার আমদের লেখা মনীষীদের বাণী কথা গুলো পড়ে নিজের জীবন কে আরো সহজ সরল ও সুখময় করে তুলতে পারেন।।
আমদের চেষ্টা থাকলো যাতে আপনারা বিখ্যাত মনীষীদের বাণী পড়ে নিজের জীবন এ সহজ ভাবে সেগুলো উপলব্ধি করতে পারেন!! মনীষীদের বাণী কথা বা মনীষীদের উক্তি গুলো সঠিক ভাবে বুঝে উঠতে পারেন।।
® চাণক্য নীতি
২) চাণক্য বলেছেন " দুষ্ট জীবন সঙ্গী,মিথ্যেবাদী বন্ধু, বদমাশ চাকরের সঙ্গে থাকা বিষধর সাপের নিকট থাকার সমান।। এক অর্থে আপনার মৃত্যু নিশ্চিত।। "
৩) চাণক্য বলেন "ভবিষ্যত এর কথা ভাবে আপনার আয়ের কিছু অংশ সঞ্চয় করা উচিৎ।। কারণ সময়ের কাল চক্রে ধনী ব্যক্তি ও একদিন নির্ধন হিয়ে যান।।"
৪) চাণক্য বলে গেছেন " আপনার দুটি স্থানে কখনো থাকা উচিত নয়, এক যেখানে আপনার কোনো বন্ধু নেই।
দুই যেখানে জ্ঞান অর্জন এর কোনো সুযোগ নেই।।"
৫) চাণক্য বলেছেন "ঋণ গ্রহণ কারি পিতা, অসতী মা, অতি সুন্দর স্ত্রী আর মূর্খ পুত্র সুন্দর পারিবারিক জীবন এর বড়ো শত্রু।।"
৬) চাণক্য বলেছেন "স্বভাবত কেউ কারো শত্রু বা মিত্র হয় না, একমাত্র কাজের দ্বারা মানুষ একে অপরের বন্ধু বা শত্রু হয়।।"
৭) চাণক্য বলেছেন "অন্ধের কাছে আয়না যেমন, মূর্খের কাছে বই ও অর্থহীন।।"
৮) চাণক্য বলেছেন " মানুষ তার কর্মের দ্বারা বড়ো হয়, জন্ম পরিচয় নাম মাত্রা মোহা।।"
৯) চাণক্য বলেছেন " অগ্নি, শত্রু ও রোগ ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত, নাহলে অন্যথায় তা বাড়তেই থাকবে।।"
১০) চাণক্য বলেছেন" সাধু ব্যাক্তি সবাই কেই তার জ্ঞান ও সাহায্য দান করে, এমনকী যাদের সাধু জ্ঞান নেই তাদের ও । ঠিক যেমন সমাজ থেকে বঞ্চিত ব্যাক্তির ঘরে আলো দিতে চাঁদ কিঞ্চিৎ বোধ করে না।।"
® স্বামী বিবেকানন্দ এর বাণী
১) স্বামী বিবেকানন্দ বলেছেন " নিজের প্রতি সৎ থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখা সব থেকে মহান ধর্ম।।"
২) স্বামী বিবেকানন্দ বলেছেন " যতদিন মানুষ অসৎ থাকে তার কোনো শত্রু থাকে না।।
সে যেই সৎ হয়ে উঠে, তার শত্রু এর অভাব থাকে না!!
৩) স্বামী বিবেকানন্দ বলেছেন " ভাগ্য বলে কিছু নেই, যা আছে সে শুধু কর্মের ফল, যা চেষ্টা ও যত্নের ফলে গড়ে উঠে!!"
৪) স্বামী বিবেকানন্দ বলেছেন "অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো করো, কিন্তু কারোর জন্য অপেক্ষা করো না।"
৫) স্বামী বিবেকানন্দ বলেছেন "একটা সময় একটা কাজ করো, আর সেটা করার সময় নিজের সব কিছু তার জন্য উৎসর্গ করে দাও।।"
৬) স্বামী বিবেকানন্দ বলেছেন " সমাজ অপরাধী দের জন্য খারাপ হয় না, কিন্তু অন্যায় এর বিরুদ্ধে মনীষীদের নীরবতার কারণ এ হয়।।"
৭) স্বামী বিবেকানন্দ বলেছেন "যে ধারণা গুলো আপনাকে শক্ত করে, সেটা কে আপন করে নেওয়া উচিত, আর যে ধারণা গুলো আপনাকে কে দুর্বল করে সেগুলো কে প্রত্যাখ্যান করা উচিত"।।
৮) স্বামী বিবেকানন্দ বলেছেন " মনের শক্তি সূর্যের কিরণ এর মত, যখনই এটি এক জায়গা তে কেন্দ্রী ভূত হয় তখন চক চক করে উঠে।।"
৯) স্বামী বিবেকানন্দ বলেছেন " কখনো বড়ো কল্পনা হিসাব করবেন না। ধীরে ধীরে শুরু করুন তারপর ভূমি নির্মাণ করুন, তারপর এটি কে প্রসার করুন!!"
১০) স্বামী বিবেকানন্দ বলেছেন" যা কিছু আপনাকে শারীরিক মানষিক আর আধ্যাত্মিক ভাবে দুর্বল করে, তা বিষ ভেবে ত্যাগ করুন।"
® গৌতম বুদ্ধের বাণী
১) গৌতম বুদ্ধ বলেছেন "তোমার মনের শক্তিই সব থেকে বড় শক্তি, যেভাবে তুমি চিন্তা করবে পরিণাম সেভাবে পাবে"।।
২) গৌতম বুদ্ধ বলেছেন " নিজের মন কে নিজেই চালনা করা শিখুন নাহলে আপনি মনের দাশ হওয়ে থাকবেন!!"
৩) গৌতম বুদ্ধ বলেছেন "তিনটে জিনিস কখনো দীর্ঘ কাল লুকিয়ে থাকে না সূর্য চন্দ্র এবং সত্য"।।
৪) গৌতম বুদ্ধ বলেছেন "অতীত নিয়ে বেশি ভাবেন না, ভবিষ্যত এর সপ্ন দেখবেন না, সব সময় বর্তমান এর চিন্তা করুন"।।
৫) গৌতম বুদ্ধ বলেছেন " সুখ ততক্ষণ তোমার কাছে আসবে না যতক্ষণ তুমি তোমার বর্তমান অবস্থার জন্য নিজেকে ভাগ্যবান মনে করো"।।
৬) গৌতম বুদ্ধ বলেছেন "তোমার অতীত কত অসফল তাতে কোনো দুঃখের কারণ নেই, তুমি সব সময় একটা নতুন চেষ্টার সুযোগ পাবে!!"
৭) গৌতম বুদ্ধ বলেছেন " সবসময় নিজের মন কে এমন ভাবে প্রস্তুত করো যেনো সে সব কিছুতেই ভালো খোঁজার চেষ্টা করে"।।
৮) গৌতম বুদ্ধ বলেছেন "শিক্ষা সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করো, কিন্তু কখনো কাউকে অনুসরণ করবেনা"।।
৯) গৌতম বুদ্ধ বলেছেন "যদি কেউ বা কিছু তোমার জিবনে আসে তাকে আসতে দাও, যদি কিছু তোমার জিবনে থাকে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দাও, দেখবে তুমি এতে খুশি হবে"!!
১০) গৌতম বুদ্ধ বলেছেন "তোমার জীবনের সব থাকে বড়ো শত্রু ও তোমাকে ততটা আঘাত করবে না যতটা তোমার মূর্খতা তোমার ক্ষতি করবে"!!
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box.